বাউফলে ৩ সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বাউফলে ৩ সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সাইফুল ইসলাম, বরিশাল.লাইভঃ পটুয়াখালীর বাউফলে করোনা প্রতিরোধে তিন  সহস্রাধিক পরিবারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার  বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু করেছে পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাউফল (বাকলা) ।  আজ সকাল ১১ ঘটিকায় বাউফল সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার বিতরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে এক কাজে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।  জানা গেছে, বাউফল পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাউফল (বাকলা) এর উদ্যোগে তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়।
 বাউফল সরকারি কলেজের রসায়ন ল্যাবে সমন্বয়ক  নাহিদ নিয়াজের নেতৃত্বে  জুবায়ের, তুহিন, ইলিয়াস, সাব্বির, শাওন, জোহানসহ এক দল সেচ্ছাসেবক উদ্যোক্তা হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেন ।  তিনহাজার দরিদ্র গরিব পরিবারের মধ্যে বিনামূল্যে বিতরণ শুরু করেন। এসময় বাউফল সরকারি কলেজের প্রভাষক মোঃ লুৎফর রহমান, মোঃ শাহিনুল ইসলাম, বাউফল থানার ওসি (তদন্ত), ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ অহিদুজ্জামান সুপন, নুরাইনপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আলী আজম খানসহ  স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।